বান্দরবানের লামায় পাহাড়ি ঝিরি থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের কলারঝিরি এলাকায় পাহাড়ি ঝিরি থেকে একজন গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম চদই ম্রো (৪৭)। সে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আদুকারবারী পাড়ার বাসিন্দার পাথবু ম্রো’র পুত্র।
মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান বলেন, ‘চদই ম্রো চৈক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে ছিল। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার’রাতে ঝিরি পার হয়ে কলারঝিরি গ্রামের বাড়িতে যাবার সময় পাহাড়ি ঝিরির পানির স্রোতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাহাড়ি ঝিরি থেকে ইউনিয়নের একজন গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।