মিল কারখানাগুলোকে আধুনিকায়ন করা হবে: শিল্পমন্ত্রী

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-29 02:01:31

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘আমাদের যে সব মিল কারখানা আছে সেগুলো যেন বন্ধ না হয় এবং বিদেশিদের ওপর আমাদের নির্ভরশীল হতে না হয় সে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ জন্য আমাদের মিল কারখানাগুলোকে আধুনিকায়ন করা হবে।’

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ায় অবস্থিত রেনউইক অ্যান্ড যজ্ঞশ্বর লিমিটেড প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। তাই মিল কারখানাগুলোর উন্নয়নে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

তিনি বলেন, ‘কুষ্টিয়ার রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর লিমিটেড একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সারাদেশের চিনিকলগুলোতে যন্ত্রাংশ সরবরাহ করা হয়ে থাকে। আমরা পরিকল্পনা করে টেকনিক্যালভাবে এই প্রতিষ্ঠানটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

চিনি শিল্পকে লোকসান কাটিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় চিনিশিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। কী কী কারণে চিনিশিল্পের লোকসান হচ্ছে তা খতিয়ে দেখতে হবে।’

এর আগে শিল্পমন্ত্রী কুষ্টিয়া সার্কিট হাউজে প্রথমে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে কুষ্টিয়া চিনিকল পরিদর্শন করেন ও চিনিকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সহিদুজ্জামান, কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার মোরশেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর