তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-23 15:40:55

হাজারও দর্শকের উপস্থিতির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটায় জেলা শহরের শিমরাইলকান্দি শ্মশানঘাট এলাকা থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়ে জেলা শহরের মেড্ডা কালাগাজীর মাজারে গিয়ে শেষ হয়। পরে বিকেল সাড়ে ৫ টায় দ্বিতীয় রাউন্ডের নৌকাবাইচ শেষ হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ১৩টি নৌকা অংশগ্রহণ করে। এ সময় তিতাস নদীর দু'পাড়ে উৎসুক লোকজন নৌকাবাইচ দেখতে ভিড় জমায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

নৌকাবাইচ অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। 

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সরাইল উপজেলার জয়দরকান্দি এলাকার তাজু মিয়ার নৌকা, দ্বিতীয় বিজয়নগর উপজেলার হাফিজুল ইলাম মিয়ার নৌকা ও তৃতীয় নবীনগর উপজেলার মোর্শেদুল ইসলাম মিয়ার নৌকা।

এ সম্পর্কিত আরও খবর