পাবনায় মোটর শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা | 2023-08-24 06:22:23

মজুরির দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই ধর্মঘট প্রত্যাহার করেন তারা। এর আগে রোববার (১ সেপ্টেম্বর) রাতে এক বৈঠকে এই ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়। সে নির্দেশনা অনুযায়ী সোমবার ভোর ৬টা থেকে ধর্মঘট চলছিল।

এদিকে ধর্মঘটের কারণে সকালে পাবনা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

জানা গেছে, মোটর মালিক গ্রুপ দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া নিচ্ছেন। ভাড়া বাড়ায় দূরপাল্লার বাস শ্রমিকরা বেতন বাড়ানোর জন্য গত তিন মাস ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের শুধু আশ্বাসই দেয়া হচ্ছে। তবে বেতন বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন না মালিকরা। এ কারণে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আলাল হোসেন জানান, শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। দুপুরে মালিক পক্ষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বর্তমানে পাবনা থেকে বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর