নতুন প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-28 01:47:44

নতুন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে মাহবুব আলম তালুকদারকে পদায়ন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবারর বিকেলে আরেক প্রজ্ঞাপনে বর্তমান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামসহ সাত ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা মহাসমাবেশ: প্রত্যাবাসন কমিশনার প্রত্যাহার

গত ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের দুই বছর উপলক্ষে মহাসমাবেশের ডাক দেয় রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ। ঘোষণা অনুযায়ী প্রায় ৫ লাখ রোহিঙ্গার সমাগম ঘটে। পরে সরকারের পক্ষ থেকে বলা হয় রোহিঙ্গাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

তবে রোহিঙ্গা নেতারা দাবি করেন তারা লিখিত আবেদনের মাধ্যমে সিআইসি থেকে অনুমতি নিয়েছিলেন। এরপর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামসহ ৭ ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করে নিল সরকার।

এ সম্পর্কিত আরও খবর