পরিবারসহ মাদক ব্যবসায়ী কমলের আত্মসমর্পণ

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ | 2023-08-31 11:51:55

মাদক ব্যবসা ছেড়ে সুন্দর-স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে আত্মসমর্পণ করেছেন কমল ও তার পরিবার।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে আত্মসমর্পণ করেন কমল। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাবা-মা, স্ত্রী ও দুই শিশু সন্তানসহ পরিবারের আরও অনেকে। ওই সময় কমল আত্মসমর্পণ পূর্বক মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার করেন।

তখন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপজেলা চেয়ারম্যান এস. এম শহিদুল্লাহ সবুজ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কমল উপজেলার জামতৈল গ্রামের সমর সাহার ছেলে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘যদি কোনো মাদক ব্যবসায়ী তার ভুল বুঝতে পেরে সুস্থ জীবনে ফিরে আসে, তবে তাকে সহযোগিতা করা হবে। কমল ও তার পরিবার আজ আত্মসমর্পণ করেছে। আমরা চাই কমল ও তার পরিবার সুস্থ জীবনে ফিরে আসুক। সুস্থ জীবনে ফিরে আসতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সহযোগিতা করা হবে।’

কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস. এম. শহিদুল্লাহ সবুজ জানান, মাদক ব্যবসায়ীরা যদি সুস্থ জীবনে ফিরে আসে, তবে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর