বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে: হুইপ গিনি

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটুয়েন্টিফোর.কম গাইবান্ধা | 2023-08-30 04:13:59

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বন্যায় গাইবান্ধার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সমন্বিত উদ্যোগের ফলে কৃষি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহাবুব আরা বেগম গিনি।

এ সময় প্রত্যেক চাষিকে ১ বিঘা জমি রোপণ করার জন্য চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. এস এম ফেরদৌস, ডিটিও ডিএই শওকত ওসমান, এডিডি (পিপি) আবুল কালাম আজাদ, ইউএও আল ইমরান, এইও রাজিয়া তরফদার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর