দিনাজপুরের হিলিতে পৃথক পৃথক অভিযানে ৩২৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, হিলি-হাকিমপুর উপজেলার মহোড়াপাড়ার মৃত মছিমুদ্দিনের ছেলে ইব্রাহীম মন্ডল (৩২), মহেষপুরঘাটের মৃত আসমান আলীর ছেলে ফারুখ মিয়া (২৬), নওদাপাড়ার মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২০) এবং বালুচর সিপি রোডের আহসান আলীর ছেলে রবিউল ইসলাম (১৮)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সোমবার (০২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম, এসআই আমির সোহেল, এএসআই রাজুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে হিলি বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২৫ বোতল ফেনসিডিল ও ২০ পিচ ভারতীয় শাড়িসহ ইব্রাহীম ও ফারুখকে আটক করা হয়।
অপর দিকে উপজেলার উত্তর বাসুদেবপুরের জনৈক শফিক মন্ডলের পরিত্যক্ত চাতাল থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ মশিউর ও রবিউলকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।