চুয়াডাঙ্গায় পুলিশ সুপারের স্বাক্ষর জাল, প্রতারক আটক

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা | 2023-08-24 21:20:11

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান-এর স্বাক্ষর জাল করার অভিযোগে শিপন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে ট্রাফিক পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করেন।

মামলার বাদী ট্রাফিক সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস বার্তাটোয়েন্টিফোর.কম-কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুয়াডাঙ্গার দৌলতদিয়া ফায়ার সার্ভিস পাড়ার আমিনুল ইসলামের ছেলে সে। মঙ্গলবার চুয়াডাঙ্গা রেলবাজার এলাকায় ট্রাফিক পুলিশের অফিসে প্রতারণা করতে গেলে পুলিশের সন্দেহ হয়। 

পুলিশ জানায়, অভিযুক্ত মোশারফ হোসেন ও একই এলাকার আব্দুর রহিমের ছেলে ইমদাদুল হকের মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় তিনটি পৃথক মামলা করা হয়। মামলার জরিমানার টাকা পরিশোধ করে তাদের মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে যেতে বলা হয়।

পরে প্রতারক শিপন জরিমানার টাকা মওকুফ করার কথা বলে কেস স্লিপগুলোতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে। তাতে শতভাগ জরিমানা মওকুফের কথাও লেখা হয় ইংরেজিতে।

গতকাল স্বাক্ষর জাল করা ওই কেস স্লিপগুলো ট্রাফিক অফিসে বকসির কাছে জমা দেয় সে। কেস স্লিপে করা পুলিশ সুপারের স্বাক্ষর ও শতভাগ জরিমানা মওকুফ লেখা দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের। পরে তাকে থানায় ডেকে আটক করা হয়।

এ সম্পর্কিত আরও খবর