শিক্ষকদের অনুপ্রেরণায় স্টাইলিশ চুল কেটে ফেলল ছাত্ররা

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-08-04 10:36:35

হলিউড, বলিউড ও টালিউডের মডেলদের অনুকরণ করে স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্ররা বিভিন্ন স্টাইলে চুল কাটাচ্ছে। এসব চুল কাটিংয়ের বিভিন্ন নামও রয়েছে। তবে লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষকদের পরামর্শে অনুপ্রাণিত হয়ে অর্ধশতাধিক ছাত্র তাদের স্টাইলিশ চুল কেটে স্বাভাবিকভাবে ছোট করে ফেলেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে লাইনে দাঁড়িয়ে নরসুন্দরের কাছ থেকে চুল কাটিয়েছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানায়, বিভিন্ন মডেলকে দেখে তারা চুল কেটেছিল। কিন্তু এতে তাদেরকে দেখতে খারাপ লাগছে বলে জানিয়েছে শিক্ষকরা। সমাজের অন্যান্য মানুষও তাদের চুলের স্টাইল দেখে হাসাহাসি করেছে। এতে তাদের পরিবার ও বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ জন্য তারা স্টাইলিশ চুল কেটে ফেলেছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন জানান, ছাত্রদের স্টাইল করে চুল কাটা ঠিক না। এতে ছাত্রদের চেহারার সৌন্দর্য ঢেকে পড়ে। এসব বিষয়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে বোঝাতে সক্ষম হয়েছে। ছাত্ররা শিক্ষকদের কথায় অনুপ্রাণিত হয়ে স্বাভাবিকভাবে মাথার চুল কেটেছে। তাদের ওপর কেউ জোর করেনি।

এ সম্পর্কিত আরও খবর