টেকনাফে ইয়াবা ও অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৩

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টেকনাফ | 2023-09-01 19:21:29

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাবের একটি দল। এ সময় নারীসহ ৩ জনকে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

আটকরা হলেন— টেকনাফের হ্নীলা জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সেকেন্দার আলীর ছেলে মো. নুর ফয়েজ (৪৩), টেকনাফের কেরুনতলি এলাকার মো. সাব্বির আহম্মেদের ছেলে আবুল কালাম (২৯) ও হ্নীলা রঙ্গীখালি পশ্চিম নয়াপাড়া এলাকার এনায়েতুল্লাহর মেয়ে মোছা. কোহিনুর আক্তার (২৫)।


বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হ্নীলা নোয়াপাড়া বিশেষ রোহিঙ্গা ক্যাম্প-২৬ (শালবাগান) এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৫ এর সিপিসি-১ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা মাহাতাব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, র‌্যাবের একটি বিশেষ টহল দল গোপন সংবাদ পায় কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী টেকনাফের পশ্চিম নয়াপাড়া এলাকার আব্দুস শুক্কুরের বাড়িতে অবস্থান নিয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবা ও একটি ওয়ান শুটার গানসহ তিনজনকে আটক করা হয়।

আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর