বিষাক্ত সাপের কামড়ে নেত্রকোনার খালিয়াজুরী ও কলমাকান্দা উপজেলায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে এ দুটি ঘটনা ঘটে।
মৃতরা হলেন জেলার খালিয়াজুরী উপজেলার চন্দন দাস (২৮) এবং কলমাকান্দা উপজেলার রুবেল মিয়া (২০)। এর মধ্যে নিহত চন্দন দাস নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে বাস করে ওই এলাকার একটি সেলুনে কাজ করতেন। রুবেল কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত হাসিম খানের ছেলে।
বৃহস্পতিবার ভোরে কলমাকান্দা উপজেলায় সাপের দংশনে দিনমজুর রুবেল মিয়া মারা যান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপে তাকে কামড় দেয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বুধবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাত রাতে চন্দন দাস প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।