বাড়ির পাশে হাঁটাহাঁটি করার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজে অধ্যয়নরত কলেজছাত্রী সুবর্ণা আক্তারের (১৮)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার আটপাড়া উপজেলার দুওজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবর্ণা দুওজ গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজছাত্রী সুবর্ণা বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে হাঁটাহাঁটি করছিল। এ সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায় সে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান ও আটপাড়া থানার ওসি আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওসি আলী হোসেনের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মজিবুর রহমানের সাথে কথা হলে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।