মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের উপদেষ্টা মন্ডলীদের সংবর্ধনা ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাদারীপুর সার্কিট হাউজে সন্ধা ৭টায় শুরু হয়ে ৩ ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকরা হল জাতির বিবেক। তাদের গঠনমূলক লেখনির মাধ্যমেই দেশের সর্বস্তরের মানুষ সবকিছু জানতে পারে। তাই সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ।’
তিনি আরও জানান মাদারীপুর প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। ভবনটি নির্মিত হলে সাংবাদিকরা তাদের সংবাদ পরিবেশেনের ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা পাবে।
মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদলের সভাপতিত্বে ও সাংবাদিক জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান কালু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূর হোসেন সজল, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, মাদারীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, মাদারীপুর জেলার ৪টি উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ, সভাপতি এবং উপদেষ্টা মন্ডলীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নব গঠিত কমিটির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এম আরাফাত হাসান।