নেত্রকোনায় হাওরের ধানক্ষেত থেকে শাহীন মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নেত্রকোনা পৌর শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকার হাওরের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহীন মিয়া জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বড় কাইলাটি গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নূর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে পারলা এলাকার লোকজন হাওরের ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়না তদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।