২দিন পর গরু ব্যবসায়ীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা | 2023-08-28 07:14:47

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহতের ২দিন পর বাংলাদেশি গরু ব্যবসায়ী নাজিম হোসেনের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ও ভারতের গেদে সীমান্তের শূন্য রেখায় মরদেহ হস্তান্তর কার্যক্রম শেষ করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনির সদস্যরা।

জীবননগর ধোপাখালি বিজিবি ক্যাম্প কমান্ডার রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, শুক্রবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ও ভারতের গেদে সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারতের গেদে বিএসএফ ক্যাম্পের এসি সরুপ মহান্ত ও কৃষ্ণনগর থানা পুলিশের ইনচার্জ রাজ শেখর পাল মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন। আর বাংলাদেশের পক্ষে চুয়াডাঙ্গা জীবননগর ধোপাখালি ক্যাম্প কমান্ডার রেজাউল করিম ও জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া উপস্থিত ছিলেন।

বিজিবি রাতেই জীবননগর থানা পুলিশকে নিহত নাজিমের মরদেহ বুঝিয়ে দেয়। পরে জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া নিহতের বড় ভাই রতন মিয়ার কাছে মরদেহ হস্তান্তর করেন।

এর আগে, কৃষ্ণনগর হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে নাজিমসহ বেশ কয়েকজন মিলে দর্শনা নিমতলা সীমান্তের ৭৪নং মেইন পিলারের পাশ দিয়ে চোরাই পথে ভারতীয় গরু আনতে ভারতের অভ্যন্তরে যায়। এ সময় ভারতের মাঠপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে নাজিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিএসএফের গুলিতে নিহত নাজিম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের গাংপাড়ার তারু মন্ডলের ছেলে।

এ সম্পর্কিত আরও খবর