তিতাস পাড়ের কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ও ভাষা সৈনিক মুহম্মদ মুসা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে জেলা শহরের মোড়ইলস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি একমাত্র মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাতে জেলা শহরের মোড়াইলস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার বাদ আসর জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে মোড়াইল পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মুহম্মদ মুসার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরে শোকের ছায়া বিরাজ করছে।
এদিকে মুহম্মদ মুসার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আশুগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে। এছাড়াও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।