নেত্রকোনায় রাস্তা পারাপারের সময় বালুবোঝাই ট্রাকের চাপায় রিফাত মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি- তদন্ত) মীর মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লক্ষীপুর গ্রামের রতন মিয়ার শিশু ছেলে রিফাত স্থানীয় কালামার্কেট বাজারের দক্ষিণ জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মক্তবে পড়ত। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মক্তবের পড়া শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিলে তার মৃত্যু হয়।
শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।