নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টেকনাফ | 2023-08-25 23:23:54

কক্সবাজারের টেকনাফের নাফ নদী উপকূলে মাছ ধরতে গিয়ে ইমান হোসেন (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের নাজির পাড়া সংলগ্ন সুইজগেট খালে নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে হলেন, টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার মৃত নুর আহমদের ছেলে।

এ প্রসঙ্গে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সোহেল রানা বলেন, ‘নাফনদী উপকূলে মাছ ধরতে গিয়ে ওই জেলে পানির স্রোতে ভেসে নিখোঁজ হন। তাকে উদ্ধারে অভিযান চলছে।’

এদিকে, নাফ নদীতে জেলে নিখোঁজের সংবাদে কোষ্টগার্ড ও বিজিবি সদস্যরা পৃথক উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

এ সম্পর্কিত আরও খবর