দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রদেশের স্ট্যাক স্পিরিটের পলমিট নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মো. ইকবাল হোসেন (৩২) নামে কুমিল্লার এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । নিহত মো. ইকবাল হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ চারআনী এলাকার বাসিন্দা।
ইকবালের বন্ধু সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করে বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, নিহত ইকবাল শুক্রবার রাতে পলমিট এলাকায় এক বাংলাদেশি ব্যবসায়ীর দোকানে মাল ডেলিভারি দিতে গিয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা সেখানে তার ওপর হঠাৎ হামলা চালায়। তারা ইকবালকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।