লক্ষ্মীপুরে শহীদ উল্যা নামের এক কাঠমিস্ত্রিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে বুকে কিল-ঘুষির আঘাত লেগে বাবুল (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদির বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
সোহেল বিজয়নগর গ্রামের আবদুল হাইয়ের ছেলে ও শহীদ একই এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে। তারা পেশায় কাঠমিস্ত্রি। এ ঘটনায় হামলাকারী সোহেলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আহত শহীদকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, এক নারীর বিষয় নিয়ে ঘটনাস্থলে সোহেল ও শহীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বাকবিতণ্ডার এক পর্যায়ে সোহেল ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে সোহেল তার অনুসারীদের নিয়ে এসে শহীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা শহীদকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এসময় শহীদকে বাঁচাতে গিয়ে বাবুলের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি লাগে। এতে ঘটনাস্থলেই বাবুল মারা যান। এসময় হামলাকারী সোহেলসহ ৬ জনকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ‘হামলাকারী সোহেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’