হেলমেট না থাকায় পুলিশ কনস্টেবলের মোটরসাইকেল আটক

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-21 06:16:56

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ফখরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের ওয়াকিটকি কেড়ে নিয়ে মোটরসাইকেলটি থানায় নিয়ে যান লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিশন মোড়ে ট্রাফিক আইন বিষয়ক জনসচেতনতামূলক প্রচারাভিযানের সময় হেলমেট না থাকায় পুলিশ কনস্টেবলকে এ শাস্তি দেন তিনি। পুলিশ কনস্টেবল ফখরুল বাংলাদেশ পুলিশের টেলিকমিউনিকেশন বিভাগে লালমনিরহাট পুলিশ লাইনে কর্মরত আছেন।

রংপুরের উপ মহাপরিদর্শকের (ডিআইজি) নির্দেশে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক প্রচারাভিযানের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও হেলমেটধারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

বিকেলে শহরের মিশন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবা। 

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম) বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ট্রাফিক আইনের সচেতনতা বৃদ্ধি ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব না। তাই ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতা বাড়াতে লিফলেটসহ বিভিন্ন প্রচারাভিযান চালানো হচ্ছে। শুধু শহরেই নয়, জেলায় ৫টি থানায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরে মোটরসাইকেল চালাতে ও ট্রাফিক আইন মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর