বগুড়ায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার গোহাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নন্দীগ্রাম কালিশ পুনাইল ফাজিল মাদরাসার সুপার তোফাজ্জল বারী (৪৫) ও মহিষমারা, শাজাহানপুরের নুরুল ইসলাম (৪২)।
জানা গেছে, রাজশাহী থেকে চিনি বোঝাই একটি ট্রাক (বগুড়া-ট-১২-০৮০৬) বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বগুড়া থেকে সিএনজি চালিত একটি অটোরিকশার পাঁচজন যাত্রী নিয়ে নন্দীগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে গোহাইল বাজার পার হয়ে গ্রামীণ ব্যাংকের সামনে মহাসড়কে ট্রাকটি ওই অটরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত এবং চালক সহ চারজন আহত হন।
দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চারজনকে ভর্তি করা হয়।
হাইওয়ে কুন্দারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজল নন্দী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ট্রাকটি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি হুইলারকে চাপা দেয়। এতে দুইজন মারা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।'