টেকনাফে পানিবন্দী ১১০ পরিবারে ত্রাণ বিতরণ

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টেকনাফ (কক্সবাজার) | 2023-08-24 03:10:35

প্রবল বর্ষণে কক্সবাজারের টেকনাফে পানিবন্দী ১১০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ও অলিয়াবাদ এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন- টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, টেকনাফ পৌরসভার কাউন্সিলর হোসন আহমদ।

আরও পড়ুন: টেকনাফে প্রবল বৃষ্টিতে ১০,০০০ মানুষ পানিবন্দী

ইউএনও রবিউল হাসান বলেন, ‘কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে টেকনাফের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে যায়। এতে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। মঙ্গলবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে খোঁজ খবর নেন। এ সময় ক্ষতিগ্রস্তদের তালিকার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে রাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ও অলিয়াবাদের ১১০ পরিবারকে বিভিন্ন জরুরি ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।’

ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ত্রাণ দেওয়া হবে বলেও জানান তিনি।

ইউপি চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘বৃষ্টিতে পানিবন্দী মানুষদের পাশে এসে জরুরি ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। জরুরি ত্রাণের মধ্যে চিরা, মুড়ি, বিস্কুট, চাল, ডাল, তেল, চিনি, লবণ, মোমবাতি, দিয়াশলাই দেওয়া হয়েছে।’

ক্ষতিগ্রস্ত সব পরিবারের তালিকা করে সাহায্যের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর