যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদা বেগম (৩৫) ও জাহানারা বেগম (৪৫) নামে দুই ডেঙ্গু রোগী মারা গেছেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে মারা যান তারা। এ পর্যন্ত যশোরে মোট ৭ জন ডেঙ্গু রোগী মারা গেছে।
মৃত জাহিদা বেগম মণিরামপুর উপজেলার হানুয়ার এবং জাহানারা বেগম একই উপজেলার মশ্মিমনগর গ্রামের বাসিন্দা।
যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রহিম মোড়ল জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ সেপ্টেম্বর দুপুরে ওই দুই নারী হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
যশোর সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৭৩৩ জন। এছাড়া যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৮৫ জন ও জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২২৪ জন চিকিৎসাধীন রয়েছে।