যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫ হাজার ইউএস ডলারসহ রাকেশ মণ্ডল নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাকে ডলারসহ আটক করা হয়।
আটক পাচারকারী ভারতের ২৪ পরগনার দত্তপুকুর উপজেলার সোরাথালী গ্রামের গোলাম মণ্ডলের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল চেকপোস্ট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে এক ভারতীয় নাগরিক বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করছেন। পরে বিজিবি আমড়াখালী চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি করার সময় ওই যাত্রীর জুতার মধ্য থেকে ২৫ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ২১ লাখ টাকা।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি বার্তাটোয়েন্টিফোরকে নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।