এসপি বললেন মাদক বেড়েছে, ওসি বললেন খুঁজে পাচ্ছি না

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-25 06:43:04

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেছেন, গত কয়েকদিন থেকে বিভিন্ন স্পটে মাদক বেচাকেনা বেড়ে গেলেও বিষয়টির প্রতি নজর দিচ্ছেন না ওসিরা (ভারপ্রাপ্ত কর্মকর্তা)। প্রতিদিনই সদর থানায় এনিয়ে অভিযোগ আসার পরও মাদক বেচাকেনা কমছে না। অথচ সদর থানার ওসি মাহফুজ বলছেন, মাদক ব্যবসায়ীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর থানার আয়োজনে ওপেন হাউস ডে উপলক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় প্রকাশ্যে সদর থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা পুলিশ সুপারের তোপের মুখে পড়েন।

পুলিশ সুপার আরো বলেন, অহেতুক সময় নষ্ট করে লাভ নেই, আমরা বক্তৃতা দিতে আসিনি, অভিযোগ শুনতে এসেছি। কারো কোনো ধরনের অভিযোগ বা পরামর্শ থাকলে বলেন। হয়তো আপনারা যার বিরুদ্ধে বলবেন সেই সাব-ইন্সপেক্টর আপনাদের পেছনেই দাঁড়িয়ে আছেন।

এসময় সদর পৌরসভার প্যানেল মেয়র জাহেদুল ইসলাম বলেন, গত তিন বছর ধরে মাদকের প্রবণতা কমে আসলেও বিগত দুয়েক মাস ধরে আশঙ্কাজনক হারে আবার বেড়ে গেছে।

আত্মপক্ষ সমর্থন করে ওসি বলেন, “আপনিসহ অনেকে আমার কাছে অভিযোগ জানিয়েছেন বিভিন্ন জায়গায় মাদকসেবীরা আনাগোনা করছে। কিন্তু যারা ব্যবসা করে তাঁদের আমরা ধরছি।”

এসময় ওসিকে থামিয়ে দিয়ে পুলিশ সুপার তিরস্কার করে বলেন, “এখানকার মাদক ব্যবসায়ীরা এতটাই সাহস পেয়েছে যে, বর্তমানে চায়ের দোকানেও মাদক বেচাকেনা শুরু করেছে। এটাতে কী প্রমাণ হয়? মাদক ব্যবসায়ীরা সাহস পায় কোথা থেকে।”

ওসিকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “এ ব্যাপারে আপনি শক্ত ব্যবস্থা নেবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

শেষে মাদকের বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার নির্দেশ দেন পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম। অনুষ্ঠানে চেম্বার অব কমার্সের সভাপতি সিরাজুল হক, কমিউনিটি পুলিশিং-এর সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর