চুয়াডাঙ্গার কাথুলি নিমতলায় গণডাকাতি

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা | 2023-08-24 22:50:34

চুয়াডাঙ্গা জেলা সদরের কাথুলী নিমতলায় ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল রাস্তায় ব্যারিকেড দিয়ে নগদ টাকা লুটসহ পথচারীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সদর সার্কেল ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার রাতে ডাকাতির এই ঘটনা ঘটেছে। ১০-১৫ জনের ডাকাতদল রাস্তায় কাঁচা পাটের আঁটির ব্যারিকেড দিয়ে যানবাহনের গতিরোধ করে স্থানীয় বাসিন্দাদের নগদ টাকা লুট করে।

দুটি মোটরসাইকেল, একটি আলমসাধু ও একটি করিমন গাড়ির গতিরোধ করে এই গণডাকাতির ঘটনা ঘটানো হয়।

ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী, ডাকাতদলের সদস্যদের হাতে ধারালো রামদা, তাদের মুখ বাঁধা এবং তারা হাফপ্যান্ট পরা অবস্থায় ছিল।

জানাজানি হয়ে গিয়ে এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ডাকাতদল পালিয়ে যায়।

খবর পেয়ে রাতেই চুয়াডাঙ্গা সদর সার্কেল এসপি কলিমুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলমগীর খান, ওসি (তদন্ত) লুৎফুর কবির, সেকেন্ড অফিসার এসআই একরামুল হোসেন, এসআই আহসান, এসআই আজিজুল ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর