প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া | 2023-08-24 19:33:17

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কেউ প্রতিমার কাঠামো তৈরি করছেন, কেউবা কাঠামোতে মাটি লাগাচ্ছেন। আর এক সপ্তাহ পর শুকানো প্রতিমায় রঙ লাগানোর কাজ শুরু হবে।

বগুড়া জেলার ১২টি উপজেলায় এ বছর ৬৭১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বগুড়া শহরের উত্তর চেলোপাড়া নববৃন্দাবন হরিবাসর এলাকায় প্রতিমা তৈরির কারিগর কাজল প্রামাণিক জানান, তার কারখানায় ১৯টি প্রতিমা তৈরি করছেন। এসব প্রতিমা বগুড়া শহর ছাড়াও গাইবান্ধার মহিমাগঞ্জ, গাবতলী ও নাটোর জেলায় সরবরাহ করা হবে। ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা দামের প্রতিমা তৈরি করছেন তিনি। অক্টোবর মাসের ১ তারিখ তৈরি করা প্রতিমা সরবরাহ করা হবে।

শহরের উত্তর চেলোপাড়ার প্রতিমা তৈরির আরেক কারিগর চন্দ্র সরকার জানান, এবার প্রতিমা তৈরিতে তাদের ব্যয় বেড়েছে। খড়, সুতা ছাড়াও রঙ এবং অন্যান্য সরঞ্জামের দাম বেড়েছে। এ কারণে এবার প্রতিমা তৈরির অর্ডার কম নিয়েছেন। এবার ১০টি প্রতিমা তৈরি করছেন তিনি।

বগুড়ার পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলার মধ্যে বগুড়া সদরে ১১৪টি, শাজাহানপুরে ৫৭টি, শিবগঞ্জে ৫২টি, সোনাতলায় ৪৪টি, সারিয়াকান্দিতে ২৪টি, ধুনটে ৪২টি, গাবতলীতে ৭১টি, শেরপুরে ৮৪টি, নন্দীগ্রামে ৪৪টি, কাহালুতে ৪০টি এবং আদমদীঘিতে ৬১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ এবং সাধারণ হিসেবে চিহ্নিত করণের কাজ শুরু করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর