৬ ঘণ্টার চেষ্টায় মিনিস্টার কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 00:24:45

গাজীপুরে ধীরাশ্রম এলাকায় মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানার ছয় তলা গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টা চেষ্টায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে অনেক সময় লাগবে। তাই প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: গাজীপুরে মিনিস্টার কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

এদিকে, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের ডিজিএম (অ্যাকউন্টস অ্যান্ড ফিন্যানস) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই কারখানায় টেলিভিশন, রেফ্রিজারেটর, রাইস কুকার, আইরনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য তৈরি করা হয়। দুই হাজারের অধিক শ্রমিক কাজ করলেও শুক্রবার কারখানা বন্ধ থাকায় ভেতরে কেউ ছিলেন না।

এ সম্পর্কিত আরও খবর