কোটচাঁদপুরে নারী ভাইস চেয়ারম্যান পদে লড়বেন তৃতীয় লিঙ্গের প্রার্থী

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ | 2023-08-28 05:25:20

আসন্ন ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন । এ সময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিংকি খাতুন কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান।

মোবাইল ফোনে তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলনে, 'তৃতীয় লিঙ্গের অধিকার আদায়রে লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি এবং মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচিত হলে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াব। সমাজে যে বৈষম্য রয়েছে তা রোধে কাজ করব।'

কোটচাঁদপুরে নারী ভাইস চেয়ারম্যান পদে লড়বেন তৃতীয় লিঙ্গের প্রার্থী
পরিবারের সদস্যদের সঙ্গে পিংকি খাতুন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

তিনি আরও বলেন, 'আমি নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী। কোটচাঁদপুরের জনগণ আমাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান। আমি বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকেই সমর্থন করছেন।'

দীর্ঘ ৩ বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াসমনি বলেন, 'জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়ার জন্য পিংকি খাতুন ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি আশা করি, পিংকি খাতুন তৃতীয় লিঙ্গের হলেও সে সমাজের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করবে।'

আগামী ১৪ অক্টোবর কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে চার জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়ন জমা দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর