নড়াইলে যাত্রীবাহী বাসের চালক মোবাইলে কথা বলার সময় অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নড়াইল-মাইজপাড়া সড়কের শাহাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত খোকন মন্ডল (৫৭) ও সোহেল মন্ডল (৪০) জানান, শুক্রবার দুপুর ২টার দিকে তারা একটি যাত্রীবাহী বাসে নড়াইল থেকে মাইজপাড়া যাচ্ছিলেন। বাসটি নড়াইল-মাইজপাড়া সড়কের শাহাবাদ নামক এলাকায় পৌঁছালে ড্রাইভার মোবাইলে কথা বলছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহাদ শেখ বলেন, 'দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।'
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।