দিনভর টিপটিপ বৃষ্টিতে তেমন প্রভাব পড়েনি জনজীবনে। কিন্তু শরতের বিকেলে আধাঘণ্টার বৃষ্টিতে ডুবল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাজার। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সরজমিনে দেখা গেছে, হাজীগঞ্জ শহরের রামগঞ্জ-কচুয়া এবং কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিশ্বরোডস্থ স্বাধীনতা চত্বর পানির নিচে তলিয়ে যায়। মুষলধারে বৃষ্টি হলে হাজীগঞ্জ বাজারের প্রতিটি গলিতে পানি জমে। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পানি নামতে সময় লেগেছে।
হাজীগঞ্জ বাজারের চৌধুরী কনফেশনারির স্বত্বাধিকারী আবদুর রহিম ও মহিন মিয়া বলেন, এত অল্প সময়ের বৃষ্টিতে এভাবে শহর তলিয়ে যায়, তা আগে কখনো দেখিনি।
অটোরিকশা চালক হাছান বলেন, ‘মুষলধারের বৃষ্টিতে হাজীগঞ্জ বাজারে যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রায় অর্ধশত সিএনজি ও অটোরিকশা বৃষ্টির পানিতে আটকে যায়।’