আমরা গডফাদারকে ভয় পাই না: মেয়র আইভী

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-18 09:45:48

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা এই শহরের গডফাদারকে ভয় পাই না। ৯-১০ জন লোক হলেও কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে এর বিরুদ্ধে থেকেছি।’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারার ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘এখনো কিন্তু ১৫-২০ জন লোক দাঁড়িয়ে প্রতি মাসের ৮ তারিখে মোমবাতি প্রোজ্জলন করে গডফাদারের বিরুদ্ধে অবস্থান জানাচ্ছি। কিন্তু সেই গডফাদাররা এখন আর আক্রমণের সাহস পায় না। এটা কেন হয়েছে? কারণ নারায়ণগঞ্জবাসীর ভেতরে যে বিশাল শক্তি রয়েছে, সেই শক্তির কাছে সকল অপশক্তি পরাজয় বরণ করেছে।’



তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ সাংস্কৃতিক সংগঠনের বিশাল শক্তির প্রমাণ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমরা দীর্ঘ ছয় বছর ধরে ত্বকী হত্যার বিচার চাচ্ছি। অপশক্তির দাপটের মাঝেও এই সাংস্কৃতিক জোট কিভাবে দাঁড়িয়ে আছে, এটাই অনেক বড় আশ্চর্য ব্যাপার।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে আইভী বলেন, ‘সেই ২০০৩ সাল থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এর আগে আমার বাবার সঙ্গে আপনাদের সম্পর্ক ছিল। আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করে যাচ্ছি এবং আগামীতেও করব।’

আনন্দধারার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক গবেষক মফিদুল হক ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।

এ সম্পর্কিত আরও খবর