মানিকগঞ্জে কমিটি বাতিলের দাবি বিএনপির একাংশের

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-24 03:05:14

মানিকগঞ্জের সাত উপজেলা ও দুটি পৌরসভা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একাংশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও তোজাম্মেল হক তোজা এবং সদস্য আব্দুল বাতেন, নাসির উদ্দিন আহাম্মেদ যাদু ও এস এম এম ইকবাল হোসেন।

বক্তারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন এবং সদস্য-সচিব এস এ কবীর জিন্নাহ স্বেচ্ছাচারী কায়দায় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে নিজেদের পছন্দের ব্যক্তি দিয়ে সাত উপজেলা এবং দুটি পৌরসভা কমিটি করেছে।

এই কমিটিকে বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান তারা।

উল্লেখ্য, চলতি বছরের পহেলা মে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়। এই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা এবং সদস্য-সচিব এস এ কবীর জিন্নাহ ১১ সেপ্টেম্বর ২৭ সদস্যবিশিষ্ট সাতটি উপজেলা এবং দুটি পৌর কমিটির অনুমোদন করেন।

এ সম্পর্কিত আরও খবর