নাফ নদী থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টেকনাফ (কক্সবাজার) | 2023-08-26 03:00:55

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্ততে বিজিবির একটি দল রাতে নাফনদী সংলগ্ন হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ নামক এলাকায় অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা প্যারাবনের ভেতরে প্যাকেট ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া প্যাকেটে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ ফয়সল হাসান খান আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার দাম ৩ কোটি ৩০ লাখ টাকা। ইয়াবাগুলো আপাতত ব্যাটালিয়ন সদরদফতরে জমা রাখা হয়েছে। পরে ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

এ সম্পর্কিত আরও খবর