ভৈরবে পুলিশের সাড়াশি অভিযান ১১ ছিনতাইকারী আটক। শহরের গুরুত্বপূর্ণ স্থানে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত কয়েকটি চাকু, ছুড়ি ও চাপাতি উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন- ভৈরবপুর সাধুর বাড়ির ভাড়াটিয়া ও উপজেলার খলাপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে আলী হোসেন (১৯), আমলাপাড়া এলাকার হেলাল মিয়ার ছেলে মো. শুভ, কমলপুরের নুর ইসলামের ছেলে আলম মিয়া, কিশোরগঞ্জ সদর উকিলপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে আলমগীর হোসেন, ভৈরবপুর গ্রামের আ. আলীম মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া, রাণীবাজার এলাকার ওসমান গনির ছেলে সবুর মিয়া, জগন্নাথপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মামুন, কুলিয়ারচর উপজেলার ইলিয়াস মিয়ার ছেলে আরমান, আমলাপাড়া এলাকার নুর ইসলামের ছেলে আলম মিয়া, ভৈরবপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সজীব মিয়া, ভৈরবের জামালপুর গ্রামের রউফ মিয়ার ছেলে জুনাইদ মিয়া ও ঘোড়াকান্দা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সবুজ মিয়া।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, ভৈরবে কিছুদিন ধরে ছিনতাইকারীকে তৎপরতা বেড়ে গেছে। তাদের তৎপরতারোধে পুলিশ শনিবার সারাদিন শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাড়াশি অভিযান চালিয়ে ১১ ছিনতাইকারীদের আটক করে। তাদের প্রত্যকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।