‘দুর্নীতির কারণে শোভন-রাব্বানীর বিরুদ্ধে এমন ব্যবস্থা’

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-31 21:56:50

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী।’

দলের ভেতর থেকে যারা অনিয়ম ও দুর্নীতি করবেন, একে একে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে সরকার। দুর্নীতি রোধে সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া ফ্লাইওভার পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, ‘সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এদেশে দুর্নীতিবাজ কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো সরকার প্রধান আগে এমন ভুমিকা নিতে পারেননি। ছাত্রলীগের ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী যে কোনো সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূলতা-গাউছিয়া ফ্লাইওভারটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

ফ্লাইওভার পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলমসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর