ফেনসিডিলসহ রাতে স্বামী আটক, দিনে স্ত্রী

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া | 2023-08-18 23:12:55

ট্রাক চালক আব্দুল মতিনকে ২০ বোতল ফেনসিডিলসহ রাতে আটক করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পর দিনের বেলায় তার স্ত্রী মমতা বেগমকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের মাটিডালী এলাকা থেকে মমতা বেগমকে আটক করা হয়। তিনি শহরের জয়পুর পাড়ার আব্দুল মতিনের স্ত্রী।

জানা গেছে, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ট্রাক চালক মতিনকে সদরের বাঘোপাড়া মধ্যপাড়া গ্রামের ভাড়া বাড়ি থেকে আটক করে পুলিশ। এ সময় তার ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে মঙ্গলবার দুপুরের দিকে মতিনের স্ত্রী মমতা মাটিডালী কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমাণভাবে ফেনসিডিল বিক্রি করছে এমন খবরে তাকে আটক করে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, আটককৃত মমতার বাবার বাড়ি দিনাজপুরের হিলি সীমান্তে। মমতা সেখানেই বসবাস করেন। মমতার মাধ্যমেই তার স্বামী ট্রাক চালক মতিন মাদক ব্যবসায় জড়ান। মমতা এর আগে ফেনসিডিলসহ দুইবার গ্রেফতার হয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর