নারায়ণগঞ্জে ফেনসিডিল ব্যবসায়ীর ৩ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-23 00:49:48

নারায়ণগঞ্জে মাদক মামলায় নুর মোহাম্মদ নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামি নুর মোহাম্মদের উপস্থিতিতে এ রায় দেন।

নুর মোহাম্মদ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণ খোলা এলাকার আব্দুল কাদেরের ছেলে। নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহম্মেদ জানান, ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে লক্ষণ খোলা এলাকায় ফেনসিডিল বেচা-কেনার খবর পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে ২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর দু’জন ওই সময় পালিয়ে যান। পরে ওই তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপনের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার নুর মোহাম্মদকে অর্থ ও কারাদণ্ড দেন আদালত। আর নির্দোষ প্রমাণ হওয়ায় অপর দুই আসামি লিটন ও আমিন হোসেনকে খালাস দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর