পায়রা ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য এমভি জিংহাইটং ৮ নামে হংকংয়ের পতাকাবাহী জাহাজটি পায়রা বন্দরের জেটিতে নোঙর করেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কয়লা পরিবহনের জন্য নির্মিত জেটিতে জাহাজটি নোঙর করে।
ইন্দোনেশিয়ার বালিকপান বন্দর থেকে ২০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি গত ৯ সেপ্টেম্বর পায়রা বন্দরের উদ্দেশ্য রওনা করে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের ডিরেক্টর অপারেশন ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, ২০১৬ সালের ১৩ আগস্ট অত্যাবশ্যকীয় সুবিধার মধ্যে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যন্ত মোট ৩৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অপারেশন কার্যক্রম শুরু করার জন্য এই প্রথম ২০ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হলো। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) কর্তৃপক্ষ বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করবে। অর্থাৎ প্রতিদিন পায়রা বন্দরে কমপক্ষে একটি করে কয়লাবাহী জাহাজ আসবে।