কালকিনিতে পুকুরে বিষ প্রয়োগে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন

মাদারীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর | 2023-08-30 17:20:15

পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে এক অসহায় কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছেন দুর্বৃত্তরা। এ ব্যাপারে দুপুরে ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম এলাকার পাথুড়িয়ারপার গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে হালান হাওলাদার কিছুদিন পূর্বে তার নিজ পুকুরে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ শুরু করেন। আর কিছুদিন পরেই মাছগুলো বিক্রি করা হতো। কিন্তু শুক্রবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ হত্যা করে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. হান্নান হাওলাদার ওরফে হালান বলেন, ‘আমি মাছের চাষ করে তা দিয়ে সংসার চালাতাম। কারা আমার এ ক্ষতি করল? আমি এখন কি খেয়ে বাঁচব?

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, ‘মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর