ভোলার নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের উদ্যোগে ‘মহানুভবতার দেয়াল’ নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় ছাত্র-ছাত্রীরা তাদের প্রয়োজন নেই এমন সব জামা কাপড়সহ অন্যান্য শিক্ষা উপকরণ নিজ উদ্যোগে বিদ্যালয়ের দেয়ালে রেখে দেয়। দেয়ালে রেখে যাওয়া জামা-কাপড়গুলো যেসব শিক্ষার্থীদের প্রয়োজন হয় তারা নিয়ে ব্যবহার করে।
এতে একদিকে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় পোশাকগুলো কাজে লাগছে, অন্যদিকে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শিশু বয়সেই শিক্ষার্থীরা মহানুভবতায় উদ্বুদ্ধ হবার সুযোগ পাচ্ছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা জানান, আগামী প্রজন্মের মাঝে মানবিক গুণাবলী সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। বিষয়টি ছাত্র-শিক্ষক থেকে শুরু করে অভিভাবকসহ সকল মহলের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।