বসতঘর রক্ষা করতে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-08-19 08:40:05

লক্ষ্মীপুরে জমিসহ বসতঘর রক্ষা করতে মো. সফি উল্লা (৬৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক কর্মচারী সংবাদ সম্মেলন করে আকুতি জানিয়েছেন। তার জমি জোরপূর্বক দখলে নিতে প্রভাবশালী প্রতিবেশীরা পাঁয়তারা করে আসছে। সম্প্রতি তারা সফি উল্লা, তার স্ত্রী ও মেয়ের ওপর হামলা চালায়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সফি উল্লা এসব অভিযোগ করেন। একই ঘটনায় তিনি চন্দ্রগঞ্জ থানায়ও অভিযোগ করেছেন। সফি উল্লা সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত হামলাকারীরা হলেন- পূর্ব আলাদাদপুর গ্রামের মো. সিরাজের ছেলে ওবায়দুর রহমান আবু, সাইফুল, আজাদ, সায়মন, সিদ্দিক উল্লার ছেলে মনির হোসেন সুমন, শফি উল্লার ছেলে মোসলেহ উদ্দিন, বাবুল মিয়ার ছেলে তানভীর সিকদার এবং আনোয়ার উল্লার ছেলে নুরুল হুদা।

ভুক্তভোগী সফি উল্লা বলেন, ‘ওবায়দুর রহমানসহ অভিযুক্তরা ইতোমধ্যে আমার তিন শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। দীর্ঘদিন ধরে তারা আমাদের গৃহবন্দী করে রাখার চেষ্টা চালিয়েছে। গত একমাসে একাধিকবার দেশীয় অস্ত্র নিয়ে তারা আমার জমিসহ বসতঘর দখলের চেষ্টা চালিয়েছে।,

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সফি উল্লার ছেলে মো. তারেক বলেন, ‘গত ১৮ আগস্ট অভিযুক্তরা আমার মা-বাবা ও প্রতিবন্ধী বোন জোছনা আক্তারকে পিটিয়ে আহত করে। তখন আমি ঢাকায় ছিলাম। পরে ৯৯৯-এ কল করলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ আমার পরিবারকে সহযোগিতা করে। কিন্তু এ ঘটনার পর তারা আরও বেপরোয়া হয়ে উঠে। তারা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। আমার কলেজ পড়ুয়া ভাগ্নিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে ভয়ভীতি দেখাচ্ছে। এসব কারণে আমরা শঙ্কিত।’

তবে অভিযোগ অস্বীকার করে ওবায়দুর রহমান আবু বলেন, ‘আমরা সফি উল্লার কাছ থেকে জমি পাব। এ নিয়ে আদালতের রায় আমাদের পক্ষে আছে। তাদের ওপর আমরা কোনো হামলা করিনি। আমাদের জমি বুঝিয়ে দেবে না বলেই সফি উল্লা এসব অভিযোগ করছে।’

এ সম্পর্কিত আরও খবর