বেনাপোলে ফেনসিডিলসহ আটক-২

, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল(যশোর) | 2023-08-26 20:16:00

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৩৪৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে মুকুল (২৫) ও পুটখালী গ্রামের নুর হোসেনের ছেলে আনোয়ার (২৮)।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী বালুর মাঠের মধ্য থেকে ৩৪১ বোতল ফেনসিডিলসহ মুকুলকে ও পুটখালী উত্তর পাড়া থেকে ৭ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আনোয়ারকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, স্থানীয়দের দাবি ফেনীতে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের বাড়িতে যেমন মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারী ও মানব পাচারকারী সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছেন এভাবে বেনাপোল-শার্শা উপজেলায়ও এ নিয়ম চালু করলে মাদক ব্যবসা প্রতিরোধে আসবে।

এ সম্পর্কিত আরও খবর