নদী দখলদারদের ছাড় দেবে না সরকার: জাহিদ ফারুক

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-28 22:18:10

নদী দখলদারদের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেছেন, ‘উচ্চ আদালতের একটা রায় আছে, নদীর পাড় যাতে দখল না হয়। সেই রায়ের আলোকে নদী দখল রোধে সবসময়ই চেষ্টা করা হচ্ছে। নদী দখলদারদের ছাড় দেওয়া হবে না। তাই সরকারের পাশাপাশি নদী তীরবর্তী সাধারণ মানুষ, জনপ্রতিনিধিদের নদী দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন এলাকায় রাবার ড্যাম নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে তিনি এব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ জেলার কৃষিতে ভূমিকা রাখবে।’

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ বলেন, ‘রাবার ড্যাম প্রকল্পটি নিয়ে অনেক বেশি আশাবাদী এবং এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়কে নিদের্শনা দেন। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার কৃষিতে আমূল পরিবর্তন আসবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ জামান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দীন, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর