গাইবান্ধা সরকারি কলেজের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-27 02:59:29

গাইবান্ধা সরকারি কলেজের ১২০ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে বিষয় কোড ভুল লিখে দেওয়ার প্রতিবাদে কলেজটির প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে তালা লাগিয়ে দেন। এরপর নানান অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষের অপসারণের দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগে জানা গেছে, অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান সরকারি কলেজে যোগদান করার পর থেকেই বিভিন্ন সময় নানান ধরণের অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। সর্বশেষ ডিগ্রি প্রথম বর্ষের ১২০ জন শিক্ষার্থীর বিষয় কোড ভুল আসায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। শিক্ষার্থীদের দাবি কলেজ প্রশাসনের গাফলতির কারণেই এত বড় ভুল হয়েছে।

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, রেজিস্ট্রেশন কার্ডের ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে তা সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরই গাফিলতির কারণেই হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর