মানিকগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণ-হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-24 12:10:10

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজনগর এলাকায় রুমানা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীকে পালাক্রমে গণধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ৪ আসামিরা হলেন, হাকিম আলী, ফাইজুল হোসেন, এনামুল হোসেন ও রমজান আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুলাই স্কুলে যাওয়ার পথে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী রুমানাকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে স্কুলের পাশের একটি পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। পরে এ ঘটনায় বাদী হয়ে স্কুলছাত্রীর চাচা কদম আলী বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা করেন।

আদালত মোট ১৫ জনের সাক্ষ্য শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে চার জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আর দুই জনকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. নুরুজ্জামান হোসেন।

এ সম্পর্কিত আরও খবর