অবৈধ অস্ত্র রাখায় দুই যুবকের ১৪ বছর করে কারাদণ্ড

নাটোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-25 05:09:44

অবৈধ অস্ত্র রাখার দায়ে নাটোরে দুই যুবকের ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (২০) এবং লোকমান সরদারের ছেলে বাবু সরদার (২০)। তারা দুই জনই নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের বাসিন্দা।

সরকারী কৌসুলি লুৎফর রহমান জানান, ২০০৪ সালের ৩০ এপ্রিল নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পলিথিনে মোড়ানো লোহার তৈরি সার্টার গান উদ্ধার করে পুলিশ। এবং শহিদুল ইসলাম ও বাবু সরদারকে আটক করে।

আজ মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিকেল ৩টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এবং যুগ্ম জেলা জজ আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিন আসামি দুজনের ১৪ বছর করে কারাদণ্ডের নির্দেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর