কিশোরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কিশোরগঞ্জ | 2023-08-29 21:42:15

কিশোরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন আচমিতার গাংকুলপাড়ার বাঁকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ ব্রাহ্মণকচুরি গ্রামের আব্দুল বারেক মিয়া (৪২), ভৈরবের গজারিয়া গ্রামের ফয়সাল মিয়া (১৭) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের লুৎফর রহমানের আট বছরের মেয়ে তন্বী। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর গাংকুলপাড়ার বাঁকে যাতায়াত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ২০ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর

right arrow